হাওজা নিউজ এজেন্সি: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, দুই দেশই একতরফা ও স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং পরস্পরের রাজনৈতিক সহায়তায় সম্পর্ক আরও গভীর হয়েছে।
ইরানিন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এসময় জানান, তেহরান চীনের একতরফা নীতি বিরুদ্ধ নীতিকে সমর্থন করে এবং চীনের স্বার্থ রক্ষায় পাশে থাকবে। তিনি জোর দিয়ে বলেন, বাইরের কোনো চাপেই এই বন্ধুত্বে চিড় ধরবে না।
বৈঠকে তারা গাজা যুদ্ধ, সিরিয়া, ইয়েমেন এবং লোহিত সাগরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এই আঞ্চলিক ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।
আরাকচি জানান, ইরানের প্রেসিডেন্ট শীঘ্রই চীন সফর করবেন এবং ২০২৫ সাল ইরান-চীন সম্পর্কের জন্য “সোনালী বছর” হবে বলে আশা প্রকাশ করেন। ওই বছরে দুইবার শীর্ষ সম্মেলনের পরিকল্পনা রয়েছে।
আপনার কমেন্ট